শর্তাবলী

ভূমিকা: আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে অনুগ্রহপূর্বক এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি qinetic.network এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি qinetic.network এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

আমাদের ওয়েবসাইট ভিজিট অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে। বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার বিডিশপের না।

থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার কাইনেটিক নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

সেকশন ১ – সাধারন কন্ডিশনঃ প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক

যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে qinetic.network যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

আমাদের ওয়েবসাইট qinetic.network ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।
আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। কাইনেটিক যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। কাইনেটিক, আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।

সেকশন ২ – আপনার অ্যাকাউন্ট

আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।

সেকশন ২ – আপনার অ্যাকাউন্ট বনাম আপনার অর্ডার

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।
একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

সেকশন ৩ – আপনার আচরণ:

যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

  • (ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
  • (খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
  • (গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
  • (ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
  • (ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
  • (চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
  • (ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
  • (জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
  • (ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
  • (ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
  • (চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

সেকশন ৪ – জমা দেওয়া

আপনি সাইটটিতে জমা দেন বা সম্ভাব্যভাবে আমাদেরকে দেন এমন কিছু, যার মধ্যে এখনও সীমাবদ্ধ নয়, প্রশ্ন, নিরীক্ষা, মন্তব্য এবং প্রস্তাবনা (সমস্তভাবে, “এন্ট্রি”) আমাদের একমাত্র এবং নির্বাচনী সম্পত্তিতে পরিণত হবে এবং ফিরে আসবে না আপনি. যেকোন দাখিলের সাথে প্রাসঙ্গিক অধিকার থাকা সত্ত্বেও, আপনি যখন সাইটে মন্তব্য বা সমীক্ষা উপস্থাপন করেন, আপনি অতিরিক্তভাবে আমাদেরকে আপনার জমা দেওয়া নামটি ব্যবহার করার বিশেষাধিকার প্রদান করেন, এই ধরনের নিরীক্ষা, মন্তব্য বা অন্যান্য পদার্থ সম্পর্কিত। আপনি একটি জাল ইমেল ঠিকানা ব্যবহার করবেন না, নিজেকে ছাড়া অন্য কেউ বলে দাবি করবেন বা কোনো জমা দেওয়ার কারণ সম্পর্কে সাধারণত আমাদের বা বহিরাগতদের ভুল নির্দেশ দেবেন না। আমরা, এখনও প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি না, বহিষ্কার বা পরিবর্তন করা হবে না এমন কোনো প্রজ্ঞাপন বা আইনানুগ কোর্স আমাদের জন্য উপযুক্ত নয়।

সেকশন ৫ – আপত্তিকর বিষয়বস্তুর বিরুদ্ধে দাবি

আমরা সাইটের বিভিন্ন ডিলারদের দ্বারা কেনার জন্য উপলব্ধ অ্যাপার্টমেন্ট এবং জমি সহ বিপুল সংখ্যক আইটেম তালিকাভুক্ত করি এবং পোস্টিংগুলিতে বিভিন্ন মন্তব্য হোস্ট করি, কেনার জন্য উপলব্ধ রেকর্ড করা প্রতিটি আইটেমের উপাদান সম্পর্কে জানা আমাদের পক্ষে কার্যকর নয় বা প্রতিটি মন্তব্য বা সমীক্ষা যা দেখানো হয়। যথাযথভাবে, আমরা একটি “গ্যারান্টি, অডিট এবং টেকডাউন” ভিত্তিতে কাজ করি। এই সুযোগে আপনি স্বীকার করেন যে সাইটের যে কোনো পদার্থ অবৈধ, প্রতিকূল (গণনা করা এখনও সীমাবদ্ধ নয় এমন উপাদান যা স্পষ্টভাবে প্রকাশ করে বা যা কুসংস্কার, পক্ষপাতিত্ব, অবজ্ঞা বা শারীরিক দুষ্টুমিকে অগ্রসর করে), প্রতারণা, প্রতারণা, কঠোর, অপবিত্র, বিরক্তিকর, অশ্লীল, অপবাদ, আপত্তিকর, বিদ্রোহী, অশ্লীল, পেডোফিলিক বা হুমকি; জাতিগতভাবে প্রশ্নবিদ্ধ, সমালোচনা করা; বা সাধারণত বহিরাগতদের জন্য ক্ষতিকর; বা শনাক্ত করে বা অগ্রিম কর ফাঁকি বা বাজি ধরা; অথবা অপ্রাপ্তবয়স্কদের জন্য যে কোনো ক্ষমতায় ধ্বংসাত্মক; অথবা অন্য কাউকে নকল করে; বা বাংলাদেশের সংহতি, বিশ্বস্ততা, নিরাপত্তা বা আধিপত্য বা প্রত্যন্ত রাজ্যগুলির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সাথে আপস করে; বা জঘন্য বা সাধারণভাবে যে কোনো উপায়ে বেআইনি; অথবা যা প্রোগ্রামিং ইনফেকশন (“ভয়াবহ পদার্থ”) নিয়ে গঠিত বা রয়েছে, অনুগ্রহ করে support@qinetic.network -এ আমাদের সাথে যোগাযোগ করে অনুসরণ করে দ্রুত আমাদের জানান। আমরা একটি সংবেদনশীল পরিমাপের মধ্যে আঁকড়ে থাকা যথেষ্ট আক্রমণাত্মক পদার্থ পরীক্ষা এবং সরিয়ে নেওয়ার জন্য প্রতিটি একক দরকারী উদ্যোগ নেব।

আপনার নাম, ঠিকানা, যোগাযোগের ডেটা এবং ভয়ঙ্কর পদার্থের পক্ষের নাম, প্রতিবাদের উপলক্ষ, অন্যদের মধ্যে অভিযোগের নিশ্চিতকরণ সহ মামলার একই সংখ্যক প্রাসঙ্গিক সূক্ষ্মতা দেওয়ার গ্যারান্টি খুব বেশি সমস্যা না হলে। আপনি যদি কিছু মনে না করেন তবে মনে রাখবেন যে অপর্যাপ্ত সূক্ষ্মতা প্রদান আপনার কেসকে নষ্ট করে দেবে এবং বৈধ উদ্দেশ্যে অব্যবহৃত হবে।

সেকশন ৬ – ভুল ইনফরমেশন এবং ত্রুটি

অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১০০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১০.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

সেকশন ৭ – ক্ষতিপূরণ

আপনি নির্দোষ কাইনেটিক লিমিটেড, এর সহায়ক, শাখা এবং তাদের নির্দিষ্ট কর্মকর্তা, নির্বাহী, অপারেটর এবং প্রতিনিধিদের যে কোনও মামলা বা অনুরোধ, বা বিবেকবান আইনজীবীর খরচ সহ কার্যকলাপগুলি থেকে শোধ করবেন এবং ধরে রাখবেন, যে কোনও বহিরাগতের দ্বারা করা বা শাস্তির কারণে বাধ্য হয়ে বা উদীয়মান। আপনার এই নিয়ম ও শর্তাবলীর বিরতি বা রেফারেন্স দ্বারা যোগ করা কোনো রেকর্ড বা আপনার কোনো আইন, নিয়ম, নির্দেশিকা বা বহিরাগতের বিশেষাধিকার লঙ্ঘনের বাইরে।

তাই আপনি স্পষ্টভাবে কাইনেটিক -কে অফশোটস এবং এর যেকোন কর্মকর্তা এবং প্রতিনিধিদের যেকোনও খরচ, ক্ষতি, বাধ্যবাধকতা বা অন্য কোন ক্রিয়াকলাপ/নিষ্ক্রিয়তার ফলাফল থেকে বণিক বা অন্যান্য বিশেষজ্ঞ কো-অপস-এর দখলমুক্ত করে দেন এবং যেকোন ক্ষেত্রে স্পষ্টভাবে ছাড় দেন বা কোনো রেজোলিউশন, চুক্তি বা অন্য কিছুর অধীনে আপনার এই সুবিধার জন্য অনুরোধ করা যেতে পারে।

সেকশন ৮ – ক্ষতি

আমরা কোনো ব্যবসা বা ব্যক্তিগত দুর্ভাগ্যের জন্য জবাবদিহি করব না (গণনা করা যদিও সুবিধা, আয়, চুক্তি, পূর্বাভাসিত বিনিয়োগ তহবিল, তথ্য, পরার্থপরতা, বা অপব্যয়িত খরচের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়) বা অন্য যে কোনও ব্যাকহ্যান্ডেড বা ভারী দুর্ভাগ্য যা সংবেদনশীল নয় আপনি যখন সাইটটি ব্যবহার শুরু করেন তখন আপনি এবং আমাদের উভয়ের কাছেই অনুমানযোগ্য।

সেকশন ৯ – শর্তের সংশোধন বা পরিষেবার পরিবর্তন এবং সম্পর্কিত প্রতিশ্রুতি

আমরা সাইট, এর কৌশল, এই শর্তাবলী এবং অন্যান্য কিছু অবাধে দেখানো শর্ত বা প্রশাসনের গ্যারান্টিতে পরিবর্তন করার সমস্ত কর্তৃত্ব বজায় রাখি। আপনি সাইটটি ব্যবহার করার সময় ক্ষমতায় থাকা পন্থা এবং শর্তাবলীর উপর নির্ভরশীল হবেন তবে সেই কৌশলগুলিতে কোন পরিবর্তন বা এই শর্তগুলি আইন বা সরকারী বিশেষজ্ঞের দ্বারা করা প্রয়োজন (যে ক্ষেত্রে এটি সম্প্রতি আদেশগুলিতে প্রযোজ্য হবে) আপনার দ্বারা সেট করা)। ইভেন্টে যে এই শর্তগুলির মধ্যে যেকোনও অবৈধ, অকার্যকর, বা যে কোনও উপায়ে, আকার বা ফর্ম অপ্রয়োগযোগ্য বলে বিবেচিত হয়, সেই শর্তটি বিচ্ছেদযোগ্য বলে বিবেচিত হবে এবং কোনও অসামান্য শর্তের বৈধতা এবং প্রয়োগযোগ্যতাকে প্রভাবিত করবে না।

সেকশন ১০ – ডিসকাউন্ট

কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। কাইনেটিক কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।

সেকশন ১১ – আইন ও বিচার বিভাগ পরিচালনা করা

এই শর্তাবলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন অনুসারে পরিচালিত হয় এবং ব্যাখ্যা করা হয়। আপনি সম্মত হন যে ঢাকা, বাংলাদেশে অবস্থিত আদালত, কাউন্সিল এবং অতিরিক্ত আধা-আইনি সংস্থাগুলি এই চুক্তির অধীনে বাংলাদেশের অভ্যন্তরে উত্থাপিত যে কোনও প্রশ্নের উপর সীমাবদ্ধতার অধিকারী হবে।

সেকশন ১২ – ডিসকাউন্ট

কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। কাইনেটিক কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।

সেকশন ১৩ – মূল্যায়ন, প্রাপ্যতা এবং অর্ডার প্রক্রিয়াকরণ

সমস্ত খরচ বাংলাদেশী টাকায় (বিডিটি) নথিভুক্ত করা হয় এবং ভ্যাট সম্বন্ধে বিস্তৃত এবং সেই বণিক যে আইটেম বা প্রশাসন বিক্রি করছে তা সাইটে রেকর্ড করা হয়। আপনার শপিং কার্টে থাকা জিনিসগুলি জিনিসটির আইটেমের বিশদ পৃষ্ঠায় দেখানো সর্বশেষ মানটিকে ধারাবাহিকভাবে প্রতিফলিত করবে। যদি এটি খুব বেশি সমস্যা না হয় তবে মনে রাখবেন যে এই খরচটি জিনিসটির জন্য প্রদর্শিত মান থেকে পরিবর্তিত হতে পারে যখন আপনি এটিকে আপনার ট্রাকে রেখেছিলেন। আপনার ট্রাকে একটি জিনিস রাখা তারপর চারপাশে প্রদর্শিত মান সংরক্ষণ করে না. এটি অতিরিক্তভাবে অনুমেয় যে আপনি এটিকে আপনার বিনে রাখার সময় এবং আপনি এটি কেনার সময়ের মধ্যে একটি জিনিসের দাম হ্রাস পেতে পারে।

আমরা আমাদের সাইটে বা বিভিন্ন সাইটে কোনো ব্যবসায়ীর দ্বারা বিক্রি করা কোনো জিনিসের জন্য মান সমন্বয় অফার করি না।

আমরা আমাদের ক্লায়েন্টদের সাইটে সবচেয়ে সঠিক মূল্যায়ন ডেটা দিতে সংকল্পবদ্ধ; এটি যেমনই হোক না কেন, বর্তমানে ভুলগুলি ঘটতে পারে, উদাহরণস্বরূপ, এমন পরিস্থিতিতে যখন কোনও জিনিসের মূল্য সাইটে কার্যকরভাবে দেখানো হয় না। সেই ক্ষমতায়, আমরা কোনও অনুরোধ করব না বা বাদ দেওয়ার সমস্ত কর্তৃত্ব বজায় রাখি। যদি কোনো জিনিসের মূল্য ভুল হয়, আমরা আমাদের নিজস্ব কৌশলে হয় নির্দেশিকাগুলির জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারি বা আপনার অনুরোধ বাদ দিতে পারি এবং আপনাকে এই ধরনের ক্রস আউট করার পরামর্শ দিতে পারি। অনুরোধটি নিশ্চিত করা হয়েছে এবং আপনার প্রিপেমেন্ট পরিচালনা করা হয়েছে কিনা আমরা এই ধরনের কোনো অনুরোধ করতে না বা ড্রপ করার বিকল্পটি সংরক্ষণ করব। আপনার প্রিপেইড অনুরোধে এই ধরনের প্রত্যাহার ঘটতে পারে এমন সুযোগে, ডিসকাউন্টের জন্য আমাদের পদ্ধতিগুলি প্রযোজ্য হবে। যদি খুব বেশি সমস্যা না হয় তবে মনে রাখবেন যে ডিসকাউন্টের উপর কাইনেটিক এর 100% অধিকার রয়েছে। সাধারনত, ডিসকাউন্টের পরিমাণ নির্ধারিত হয় ক্লায়েন্টের উপর নির্ভর করে এবং যেকোন ধরনের মার্কডাউন এবং ডেলিভারি চার্জ কাটার পরিপ্রেক্ষিতে খরচের উপর নির্ভর করে।

আমরা সাইটে রেকর্ড করা আইটেমগুলির জন্য অ্যাক্সেসিবিলিটি ডেটা তালিকাভুক্ত করি, প্রতিটি আইটেম ডেটা পৃষ্ঠার জন্য মনে রাখি। আমরা সেই পৃষ্ঠায় বা সাধারণত সাইটে যা বলে থাকি, আমরা অ্যাক্সেসযোগ্যতা সম্পর্কে ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হতে পারি না। এটা আদর্শ হবে যদি আপনি নোট করেন যে ডিসপ্যাচ গেজগুলি শুধুমাত্র এটিই। সেগুলি প্রেরণের সময় নিশ্চিত করা হয় না এবং সেই ক্ষমতার উপর নির্ভর করা উচিত নয়। আমরা আপনার অনুরোধ প্রক্রিয়া করার সাথে সাথে, আপনার অনুরোধ করা কোনো আইটেম অ্যাক্সেসযোগ্য না হলে আপনাকে ইমেল বা এসএমএস দ্বারা শিক্ষিত করা হবে।

এটি আদর্শ হবে যদি আপনি লক্ষ্য করেন যে এমন পরিস্থিতি রয়েছে যখন বিভিন্ন কারণে একটি অনুরোধ প্রস্তুত করা যায় না। সাইটটি রক্ষণাবেক্ষণ করে যা কিছু কর্তৃপক্ষের প্রয়োজন হয় তা কোনোভাবেই কোনো অনুরোধ, আকার বা আকারে কোনো র‍্যান্ডম সময়ে বাদ দেবে না। আমরা অনুরোধটি স্বীকার করার আগে আপনার কাছে অতিরিক্ত নিশ্চিতকরণ বা ডেটা দেওয়ার জন্য যোগাযোগ করা হতে পারে, যার মধ্যে এখনও টেলিফোন নম্বর এবং ঠিকানায় সীমাবদ্ধ নয়।

ক্রেডিট বা চেক কার্ডের মাধ্যমে যে কোনো চাঁদাবাজি থেকে দূরে থাকার জন্য, আপনাকে আইটেম সরবরাহ করার আগে আপনার কিস্তির সূক্ষ্মতাগুলির অনুমোদন নেওয়ার জন্য এবং আপনি আমাদের কাছে দেওয়া পৃথক ডেটা নিশ্চিত করার জন্য যে কর্তৃপক্ষের প্রয়োজন হয় আমরা তা বজায় রাখি। এই নিশ্চিতকরণটি একটি চরিত্রের অবস্থা, বাসস্থানের স্থান বা ব্যাঙ্কিং ডেটা চেক নিতে পারে। এই ধরনের অনুরোধের পরে একটি উত্তর অনুপস্থিত হওয়া স্বাভাবিকভাবেই একটি বুদ্ধিমান সময়সূচীর মধ্যে অনুরোধটি মুছে ফেলার কারণ হবে। আমরা একটি অনুরোধের পূর্বাবস্থায় সমন্বয় করার জন্য যে কর্তৃপক্ষের প্রয়োজন হয় তা বজায় রাখি যার জন্য আমরা পূর্বে নোটিশ ছাড়াই বা পরবর্তী কোনো আইনগত বাধ্যবাধকতা ছাড়াই ব্যাঙ্কিং যন্ত্রের মিথ্যা ব্যবহারের ঝুঁকি বা বিভিন্ন কারণে অনুমান করি।

যদি কোনো পণ্যের মূল্য নির্ধারণের বিষয়ে কোনো ভুল পাওয়া যায় (উদাহরণ- MRP-এর চেয়ে বেশি বা MRP-এর চেয়ে কম দাম) এবং যদি বিক্রেতা সেই ভুল মূল্যের পণ্য সরবরাহ করে এমনকি গ্রাহকের দ্বারা অবহিত করার পরেও এবং বিক্রেতার দ্বারা কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে গ্রাহকের দ্বারা বিজ্ঞাপিত তারপর বিক্রেতা এই জন্য শুধুমাত্র আইনিভাবে দায়বদ্ধ হবে.

আমাদের সকল প্রোডাক্ট qinetic.network.bd এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

কাইনেটিক সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই কাইনেটিক নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

সেকশন ১৪ – বিশেষ আইটেম

নিরাপত্তা এবং জালিয়াতি

  • আপনি যখন একটি ভাউচার ব্যবহার করেন, তখন আপনি কাইনেটিকর কাছে ওয়ারেন্ট দেন যে আপনি ভাউচারের যথাযথভাবে অনুমোদিত সুবিধাভোগী এবং আপনি সাধারণ শালীনতার সাথে সম্মতিতে এটি ব্যবহার করছেন।
  • যদি আপনি পুনরুদ্ধার করেন, তাহলে ভাউচার পুনরুদ্ধারের জন্য পুনরুদ্ধার করার চেষ্টা করুন বা সমর্থন করুন যাতে আপনি একটি সাধারণ বা ফৌজদারি অপরাধ করতে পারেন
  • যদি আমরা বুদ্ধিমত্তার সাথে স্বীকার করি যে কোনো ভাউচার বেআইনিভাবে বা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা কোনো ভাউচার/অনুরোধ প্রত্যাখ্যান বা বাদ দিতে পারি এবং আপনি সম্মত হন যে কোনো বরখাস্ত বা ক্রস আউটের বিষয়ে আমাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। কাইনেটিক এই ধরনের অনুষ্ঠানে উপযুক্ত বলে মনে করে আরও কোনো পদক্ষেপ নেওয়ার জন্য যে কর্তৃপক্ষের প্রয়োজন তা বজায় রাখে

সেকশন ১৫ – গণ ক্রয়

কাইনেটিক সাইটগুলি অ-ব্যবসায়িক এবং আবাসিক ব্যবহারের জন্য অ্যাক্সেসযোগ্য যেমন ছিল। আমরা আপনার অনুরোধ প্রত্যাখ্যান বা ক্রস আউট করার সমস্ত কর্তৃত্ব বজায় রাখি যে আমরা বিশ্বাস করি যে আপনি ব্যবসা বা অন্য পুনঃ-ডিলের উদ্দেশ্যে আমাদের আইটেমগুলির জন্য অনুরোধ করছেন। স্টক অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করার জন্য আমরা আমাদের কিছু আইটেমগুলিতে ব্রেকিং পয়েন্ট প্রয়োগ করি যাতে আমাদের ক্লায়েন্টদের যত সংখ্যকই পরিস্থিতিতে আশা করা যায় তারা আমাদের আইটেমগুলি কিনতে পারে।

সেকশন ১৬ – কিনেটিকের পণ্য পুনরায় বিক্রি করা

ব্যবসায়িক উদ্দেশ্যে কিনেটিকের পণ্য পুনরায় বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ । যদি কোন অননুমোদিত কর্মী উপরোক্ত কাজটি করতে দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। যদি এটি পাওয়া যায় এবং প্রমাণিত হয় যে প্রদত্ত অর্থ নগদ করার জন্য কোন আদেশ দেওয়া হয়েছে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি কোনো বিক্রেতা তাদের নিজস্ব দোকান থেকে ক্যাশব্যাক বা অন্য কোনো ব্যালেন্সিট ব্যবহার করে অর্ডার দেয় তাহলে তা উপরে উল্লিখিত আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে৷ সেক্ষেত্রে বিক্রেতা (বিক্রেতার অ্যাকাউন্ট হিসাবে) এবং গ্রাহক (গ্রাহকের অ্যাকাউন্ট হিসাবে) বাধ্য হতে বাধ্য হবেন৷ কাইনেটিক দ্বারা গৃহীত সিদ্ধান্তের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে.

সেকশন ১৭ – স্টক প্রাপ্যতা

অর্ডার স্টক প্রাপ্যতা সাপেক্ষে. স্টক নিয়ে কোনো সমস্যা হলে অর্ডারটি যেকোনো সময় বাতিল করা যেতে পারে, যে কোনো সময়কাল নির্বিশেষে।

সেকশন ১৮ – ডেলিভারি টাইমলাইন

ডেলিভারিতে কাইনেটিক দ্বারা অনুসরণ করা স্বাভাবিক সময়সীমা/লাইনের চেয়ে বেশি সময় লাগতে পারে। সরকারী আইন এবং নীতি অনুসারে, কাইনেটিক 10 কার্যদিবসের মধ্যে ভৌত স্টক থাকা যেকোনো আইটেম সরবরাহ করবে। কিন্তু, কাইনেটিক আপনার আইটেমগুলিকে তাড়াতাড়ি হস্তান্তর করার সর্বোত্তম চেষ্টা করবে। রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক ইভেন্ট, জাতীয়/সরকারি ছুটি, কোভিড লকডাউন বা চলাচলের সীমাবদ্ধতা ইত্যাদি অন্তর্ভুক্ত, তবে সীমাবদ্ধ নয়, বলপূর্বক ঘটনাগুলির কারণে ডেলিভারি বিলম্বিত হতে পারে

সেকশন ১৯ – ডেলিভারি চার্জ(গুলি)

১৯.i) ডেলিভারি চার্জ(গুলি) প্রযোজ্য।

১৯.ii) হোম ডেলিভারির বিধান ক্যারিয়ার এবং বিক্রেতাদের ডেলিভারি নীতির সাপেক্ষে।

১৯.iii) গ্রাহকের অবহেলার কারণে বা গ্রাহকের পক্ষ থেকে অন্য কোনো কারণে কোনো ডেলিভারি ব্যর্থ হলে গ্রাহক রিটার্ন কুরিয়ার চার্জ (গুলি) এবং সেইসাথে পুনঃডেলিভারি চার্জ (গুলি) দিতে বাধ্য।

সেকশন ২০ – রিটার্ন পলিসি

  • ১. পরিবহনের সময় যদি আপনার আইটেমটি ত্রুটিপূর্ণ/ক্ষতিগ্রস্ত বা ভুল/ঘাটতি হয়, আপনি যদি কিছু মনে না করেন, অনুগ্রহ করে প্রাসঙ্গিক রিটার্ন উইন্ডোর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার আইটেমটি আইটেম শ্রেণী এবং শর্তের উপর নির্ভর করে ছাড় বা প্রতিস্থাপনের জন্য যোগ্য হতে পারে।
  • ২. অনুগ্রহ করে মনে রাখবেন যে কিছু আইটেম আগমনের জন্য যোগ্য নয় যদি আইটেমটি “আর কখনো প্রয়োজন হয় না”
  • ৩. ব্যবহারের পরে গ্যাজেট সংক্রান্ত সমস্যার জন্য বা আগমনের উইন্ডোটি বন্ধ হয়ে যাওয়ার জন্য, আমরা আপনাকে ব্র্যান্ড গ্যারান্টি ফোকাসের দিকে ইঙ্গিত করব (যদি প্রাসঙ্গিক হয়)।
  • ৪. অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার রিটার্ন/রিফান্ড দাবির ( যেমন ভিডিও আনবক্সিং, ইনভয়েস গ্রহণ ইত্যাদি) সম্পর্কে যথাযথ ডকুমেন্টেশন এবং প্রমাণ প্রদান করতে আপনার সক্ষম হওয়া উচিত।

সেকশন ৭ – অর্ডার ক্যান্সেল

কাইনেটিক সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে কাইনেটিক সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও কাইনেটিক সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।

সেকশন ২২ – অর্থ ফেরত প্রদান

যদি কোনো অর্ডার বাতিল করা হয়, তাহলে এই ধরনের আদেশের বিপরীতে অর্থপ্রদান 72 ঘন্টা থেকে 10 কার্যদিবসের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে, তবে এটি অন্যান্য পেমেন্ট গেটওয়ে, সরকারী কর্তৃপক্ষ বা যেকোন কিছুর সাথে সম্পর্কিত ব্যতিক্রমী ক্ষেত্রে আরও বেশি সময় নিতে পারে। তবে প্রাপ্ত নগদ অর্থ ফেরত, বোনাস, ক্ষমার পরিমাণ, উপহারের পরিমাণ, যদি থাকে, আবেদন করার সময় ফেরতের পরিমাণের সাথে সামঞ্জস্য করা হবে।

Terms & Conditions

A. Introduction:

Welcome to qinetic.network additionally thusly known as “we”, “us” or “Qinetic”. We are an online commercial center and these are the terms and conditions overseeing your entrance and utilization of Qinetic alongside its related sub-areas, destinations, portable application, administrations and apparatuses (the “Website”). By utilizing the Site, you thusly acknowledge these terms and conditions (counting the connected data in this) and speak to that you consent to conform to these terms and conditions (the “Client Agreement”). This User Agreement is regarded as successful upon your utilization of the Site which means your acknowledgment of these terms. On the off chance that you don’t consent to be bound by this User Agreement kindly don’t get to, register with or utilize this Site. This Site is claimed and worked by Qinetic Network Private Limited, an organization consolidated under the Companies Act, 1994.

The Site maintains whatever authority is needed to change, adjust, include, or expel bits of these Terms and Conditions whenever with no earlier warning. Changes will be successful when posted on the Site with no other notification given. If it’s not too much trouble check these Terms and Conditions normally for refreshes. You proceed with the utilization of the Site following the presenting of changes on Terms and Conditions of utilization establishes your acknowledgment of those changes.

B. CONDITIONS OF USE

1. YOUR ACCOUNT

To get to specific administrations offered by the stage, we may necessitate that you make a record with us or give individual data to finish the making of a record. We may whenever in our sole and total watchfulness, nullify the username as well as password without giving any explanation or earlier notice and will not be at risk or answerable for any misfortunes endured by, brought about by, emerging out of, regarding or by reason of such solicitation or negation.

Any agreement between us, regardless of whether for utilization of the site or in connection to the buy of items or administrations through the site will be represented by the laws of Bangladesh and all gatherings submit to the non-restrictive purview of the Bangladeshi Courts.

You are answerable for keeping up the classification of your client recognizable proof, password, account subtleties, and related private data. You consent to acknowledge this obligation and guarantee your record and its related subtleties are kept up safely consistently and every essential advance is taken to avoid abuse of your record. You ought to advise us promptly on the off chance that you have any motivation to accept that your secret phrase has gotten known to any other individual, or if the secret word is being, or is probably going to be, utilized in an unapproved way. You concur and recognize that any utilization of the Site and related administrations offered as well as any entrance to private data, information or interchanges utilizing your record and secret word will be esteemed to be either performed by you or approved by you all things considered. You consent to be bound by any entrance of the Site as well as utilization of any administrations offered by the Site (regardless of whether such access or use are approved by you or not). You concur that we will be entitled (yet not obliged) to follow up on, depend on or consider you exclusively capable and subject in regard thereof as though the equivalent were done or transmitted by you. You further concur and recognize that you will be bound by and consent to completely reimburse us against all misfortunes emerging from the utilization of or access to the Site through your record.

It would be ideal if you guarantee that the subtleties you give us are right and finish consistently. You are committed to refreshing insights regarding your record progressively by getting to your record on the web. For snippets of data you are not ready to refresh by getting to Your Account on the Site, you should advise us by means of our client care correspondence channels to help you with these changes. We claim all authority to decline access to the Site, end records, evacuate or alter content whenever without earlier notice to you. We may whenever in our sole and total carefulness, demand that you update your Personal Data or forthwith negate the record or related subtleties without giving any explanation or earlier notice and will not be at risk or liability for any misfortunes endured by or brought about by you or emerging out of or regarding or by reason of such solicitation or nullification. You thusly consent to change your secret key now and again and to keep your record secure and furthermore will be answerable for the privacy of your record and obligated for any revelation or use (regardless of whether such use is approved or not) of the username and additionally secret key.

2. Your account vs your order

We Only Consider the name of an Qinetic account holder as the owner of and the client of the product(s) which has been ordered from the respective Qinetic account. Qinetic retains all kinds of authority to ban/cancel/freeze/unfreeze your account(s) if they think it should be done so. Qinetic is not bound to provide the balance amount (of cashback)to you if your account is blocked/banned. Any kind of balance paid by you through bkash/bank/cash would be refunded to you within a reasonable time period. Please note that it may depend on the calculation of your total payment vs the cashback you received and used.

3. Your Conduct:

You should not utilize the site at all that causes, or is probably going to cause, the Site or access to it to interfere, harmed or disabled in any capacity. You should not participate in exercises that could hurt or conceivably hurt the Site, its workers, officials, delegates, partners or some other gathering legitimately or in a roundabout way connected with the Site or access to it to be intruded, harmed or debilitated in any capacity. You comprehend that you, and not us, are answerable for every single electronic correspondence and substance sent from your PC to us and you should utilize the Site for legal purposes as it were. You are carefully restricted from utilizing the Site

qinetic.network might not be subject to any individual for any misfortune or harm, which may emerge from the utilization of any of the data contained in any of the materials on this site.

  • for deceitful purposes, or regarding a criminal offense or other unlawful movements
  • to send, utilize or reuse any material that doesn’t have a place with you; or is illicit, hostile (counting yet not constrained to material that is explicitly unequivocal substance or which advances prejudice, dogmatism, scorn or physical mischief), tricky, misdirecting, damaging, foul, hassling, disrespectful, abusive, derogatory, vulgar, obscene, pedophilic or threatening; ethically questionable, stigmatizing or in break of copyright, trademark, secrecy, protection or some other exclusive data or right; or is generally damaging to outsiders; or identifies with or advances tax evasion or betting; or is unsafe to minors in any capacity; or mimics someone else; or undermines the solidarity, trustworthiness, security or power of Bangladesh or neighborly relations with remote States; or offensive or generally unlawful in any way at all; or which comprises of or contains programming infections, political battling, business sales, networking letters, mass mailings or any ‘spam‘
  • Use the Site for illicit purposes.
  • to cause irritation, bother or unnecessary nervousness
  • for whatever other purposes that is other than what is expected by us

4. Submission:

Anything that you submit to the Site or potentially give to us, including yet not restricted to, questions, audits, remarks, and proposals (on the whole, “Entries”) will turn into our sole and selective property and will not become back to you. Notwithstanding the rights pertinent to any Submission, when you present remarks or surveys on the Site, you additionally award us the privilege to utilize the name that you submit, regarding such audit, remark, or other substance. You will not utilize a bogus email address, profess to be somebody other than yourself or generally misdirect us or outsiders with regards to the cause of any Submissions. We may, yet will not be committed to, expel or alter any Submissions with no notification or lawful course appropriate to us in such manner.

5. CLAIMS AGAINST OBJECTIONABLE CONTENT:

We list a huge number of items including apartments & Lands available to be purchased offered by various dealers on the Site and host different remarks on postings, it isn’t workable for us to know about the substance of every item recorded available to be purchased or each remark or survey that is shown. Appropriately, we work on a “guarantee, audit and takedown” premise. On the off chance that you accept that any substance on the Site is illicit, hostile (counting yet not restricted to material that is explicitly express substance or which advances prejudice, bias, scorn or physical mischief), beguiling, deluding, harsh, profane, irritating, impious, slanderous, offensive, revolting, obscene, pedophilic or threatening; ethnically questionable, criticizing; or is generally damaging to outsiders; or identifies with or advances tax evasion or betting; or is destructive to minors in any capacity; or mimics someone else; or compromises the solidarity, trustworthiness, security or sway of Bangladesh or cordial relations with remoteStates; or shocking or generally unlawful in any way at all; or which comprises of or contains programming infections, (” frightful substance “), please tell us quickly by following by keeping in touch with us on support@qinetic.network. We will make every single useful undertaking to examine and evacuate substantial offensive substance griped about inside a sensible measure of time.

If it’s not too much trouble guarantee to give your name, address, contact data and the same number of pertinent subtleties of the case including the name of frightful substance party, occasions of protest, confirmation of complaint among others. If you don’t mind note that giving inadequate subtleties will ruin your case and unusable for legitimate purposes.

6. CLAIMS AGAINST INFRINGING CONTENT:

We regard the licensed innovation of others. On the off chance that you accept that your licensed innovation rights have been utilized such that offers to ascend to worries of encroachment if it’s not too much trouble illuminate us and we will endeavor every single sensible exertion to address your worry inside a sensible measure of time. It would be ideal if you guarantee to give your name, address, contact data and the same number of pertinent subtleties of the case including the name of encroaching gathering, cases of encroachment, and verification of encroachment among others. If you don’t mind note that giving deficient subtleties will ruin your case and unusable for lawful purposes. What’s more, giving bogus or misdirecting data might be viewed as a legitimate offense and might be trailed by lawful procedures.

We likewise regard a maker’s entitlement to go into selective appropriation or resale understandings for its items. In any case, infringement of such understandings doesn’t establish licensed innovation rights encroachment. As the implementation of these understandings is an issue between the producer, wholesaler and additionally particular affiliate, it would not be befitting for us to aid the authorization of such exercises. While we can’t give legitimate guidance, nor share private data as secured by the law, we suggest that any inquiries or concerns with respect to your privileges might be steered to lawful authority.

7. Indemnity

You will repay and hold innocuous Qinetic Network Private Limited, its auxiliaries, offshoots, and their particular officials, executives, operators, and representatives, from any case or request, or activities including sensible lawyer’s expenses, made by any outsider or punishment forced due to or emerging out of your break of these Terms and Conditions or any record joined by reference, or your infringement of any law, rules, guidelines or the privileges of an outsider.

You therefore explicitly discharge Qinetic as possessed by offshoots as well as any of its officials and delegates from any cost, harm, obligation or other outcome of any of the activities/inactions of the merchants or other specialist co-ops and explicitly waiver any cases or requests that you may have for this benefit under any resolution, contract or something else.

8. Losses

We won’t be answerable for any business or individual misfortunes (counting however not restricted to loss of benefits, income, contracts, foreseen investment funds, information, altruism, or squandered consumption) or whatever other backhanded or weighty misfortune that isn’t sensibly predictable to both you and us when you initiated utilizing the Site.

9. Corrections TO CONDITIONS OR ALTERATIONS OF SERVICE AND RELATED PROMISE

We maintain all authority to make changes to the Site, its strategies, these terms and conditions and some other freely showed condition or administration guarantee whenever. You will be dependent upon the approaches and terms and conditions in power at the time you utilized the Site except if any change to those strategies or these conditions is required to be made by law or government expert (in which case it will apply to orders recently set by you). In the event that any of these conditions is regarded invalid, void, or in any way, shape or form unenforceable, that condition will be considered severable and won’t influence the legitimacy and enforceability of any outstanding condition.

10. WAIVER

You recognize and perceive that we are a private business endeavor and claim all authority to lead the business to accomplish our targets in a way we esteem fit. You additionally recognize that in the event that you break the conditions expressed on our Site and we make no move, we are as yet qualified for utilizing our privileges and cures in whatever other circumstance where you rupture these conditions.

11. Administering LAW AND JURISDICTION

These terms and conditions are administered by and interpreted as per the laws of The People’s Republic of Bangladesh. You concur that the courts, councils and additionally semi-legal bodies situated in Dhaka, Bangladesh will have the restrictive purview on any question emerging inside Bangladesh under this Agreement.

12. Offers:

Qinetic is not liable or bound to provide any other offers of any merchant/importer/ vendors’ at any other places/sites except Qinetic. You can just request/ask/solicitation or look for data about the offers given/declared by Qinetic.

One client will have the option to buy one item during any special offers (*if not allowed and announced multiple quantities by Qinetic).

Customers cannot claim to withdraw any kind of cashback by any other form (example – by bkash, bank or cash).

13. Valuing, AVAILABILITY AND ORDER PROCESSING

All costs are recorded in Bangladeshi Taka (BDT) and are comprehensive of VAT and are recorded on the Site by the merchant that is selling the item or administration. Things in your Shopping Cart will consistently mirror the latest value shown on the thing’s item detail page. If it’s not too much trouble note that this cost may vary from the value appeared for the thing when you previously put it in your truck. Putting a thing in your truck doesn’t save the value that appeared around then. It is additionally conceivable that a thing’s cost may diminish between the time you place it in your bin and the time you buy it.

We don’t offer value coordinating for any things sold by any merchant on our Site or different sites.

We are resolved to give the most exact evaluating data on the Site to our clients; be that as it may, blunders may at present happen, for example, situations when the cost of a thing isn’t shown effectively on the Site. In that capacity, we maintain all authority to won’t or drop any request. If a thing is mispriced, we may, at our own tact, either get in touch with you for guidelines or drop your request and advise you of such crossing out. We will reserve the option to can’t or drop any such requests whether the request has been affirmed and your prepayment handled. On the off chance that such a retraction happens on your prepaid request, our approaches for the discount will apply. If it’s not too much trouble note that Qinetic has 100% right on the discount sum. Generally, the discount sum is determined dependent on the client followed through on cost in the wake of deducting any kind of markdown and delivery charge.

We list accessibility data for items recorded on the Site, remembering for every item data page. Past what we state on that page or generally on the Site, we can’t be increasingly explicit about accessibility. It would be ideal if you note that dispatch gauges are only that. They are not ensured dispatch times and ought not to be depended upon in that capacity. As we process your request, you will be educated by email or SMS if any items you request end up being inaccessible.

It would be ideal if you note that there are situations when a request can’t be prepared for different reasons. The Site maintains whatever authority is needed to won’t or drop any request in any way, shape or form at some random time. You might be approached to give extra confirmation or data, including yet not constrained to telephone numbers and address, before we acknowledge the request.

So as to keep away from any extortion with a credit or check cards, we maintain whatever authority is needed to acquire approval of your installment subtleties before furnishing you with the item and to confirm the individual data you imparted to us. This confirmation can take the state of a character, spot of habitation, or banking data check. The nonappearance of an answer following such a request will naturally cause the wiping out of the request inside a sensible timetable. We maintain whatever authority is needed to continue to coordinate undoing of a request for which we presume a danger of false utilization of banking instruments or different reasons without earlier notice or any ensuing lawful obligation.

If there is any mistakes found regarding pricing (example- overpriced than the MRP or lower price than the MRP) of any product and if the seller delivers that mispriced product even after notified by customer and if any action is not taken by the seller even after notified by customer then the seller will be solely legally liable for this.

14. Special Items

SECURITY AND FRAUD

  • When you utilize a voucher, you warrant to qinetic that you are the appropriately approved beneficiary of the voucher and that you are utilizing it in compliance with common decency.
  • If you recover, endeavor to reclaim or support the recovery of voucher to acquire limits to which you are not entitled you might be perpetrating a common or criminal offense
  • If we sensibly accept that any voucher is being utilized unlawfully or illicitly, we may reject or drop any voucher/request and you concur that you will have no case against us in regard of any dismissal or crossing out. qinetic maintains whatever authority is needed to make any further move it considers suitable in such occasions

15. Mass Purchasing

Qinetic sites are accessible for non-business and residential utilization as it were. We maintain all authority to reject or cross out your request on the off chance that we trust you are requesting our items for business or other re-deal purposes. We apply breaking points to some of our items to ensure stock accessibility so that whatever number of our clients as could be expected under the circumstances can purchase our items.

16. RESELLING Qinetic PRODUCTS

Reselling Qinetic products for business purposes is strictly prohibited.If any unauthorized personnel are found committing the above act,legal action may be taken against him/her. If it is found and proventhat any order has been placed to cash out the paid amount, legalaction may be taken against him/her. If any seller orders (as acustomer) from their own shop using cashback or any other balanceit would be considered as the violation of the act mentioned above.In that case seller (as seller account) & customer (as customeraccount) would be bound to oblige the decision taken by qinetic aswell as legal action may be taken.

17. Stock availability

The orders are subject to availability of stock. If there is any problem with stock then the order can be canceled at any time, irrespective of any duration.

18. Delivery Timeline

The delivery might take longer than the usual timeframe/line to be followed by qinetic. As per the government law and policy, qinetic will deliver any item that is in physical stock within 10 working days. But, qinetic will do it’s best to hand over your items at its earliest. Delivery might be delayed due to force majeure event which includes, but not limited to, political unrest, political event, national/public holidays, Covid lockdowns or movement limitations, etc

19. Delivery Charge(s)

19.i) Delivery charge(s) applicable.

19.ii) Provision of the home delivery is/are subject to carrier and sellers’ delivery policy.

19.iii) If any delivery fails due to customer negligence or any other reason from the customer end then the customer is bound to pay the return courier charge(s) as well as the redelivery charge(s).

20. Returns Policy

1.If your item is faulty/harmed or mistaken/deficient at the hour of conveyance, if you don’t mind, please get in touch with us inside the pertinent return window. Your item might be qualified for discount or substitution relying upon the item class and condition.

2. Please note that a few items are not qualified for arrival if the item is “Never again required”

3. For gadget related issues after use or the lapse of the arrival window, we will allude you to the brand guarantee focus (if relevant).

4. Please note that you should keep and be able to provide proper documentations and proof about your return/refund claim (i.e. unboxing video, receiving invoice, etc.).

21. Cancellation

Qinetic retains unqualified right to cancel any order at its sole discretion prior to dispatch and for any reason which may include, but not limited to, the product being mispriced, out of stock, expired, defective, malfunctioned, and containing incorrect information or description arising out of technical or typographical error or for any other reason.

22. Refund

If any order is canceled, the payment against such order shall be refunded within 72 hours to 10 working days, but it may take longer time in exceptional cases that are related with other payment gateways, government authorities or any. Provided that received cash back, bonus, apology amount, gift amount, if any, will be adjusted with the refund amount when applied.

These Terms and Conditions (“Terms”) govern your use of the website (“website”) and the services provided by Qinetic Network (“Company”), a company specializing in content management, web and app development, content and media production, and social media management, hereinafter referred to as “Company.” By accessing our website, you agree to these Terms, which constitute a legally binding contract between you and the Company.